ফ্রান্সে ইহুদি স্কুলে গুলি, শিশুসহ নিহত ৪

ফ্রান্সে ইহুদি স্কুলে গুলি, শিশুসহ নিহত ৪

ফ্রান্সের তুলুস শহরে একটি ইহুদি স্কুলে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে যাদের মধ্যে দু’টি শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবারের এই ঘটনাটি ঘটেছে শহরের উত্তর-পূর্ব দিকে অজার হাতোরাহ স্কুলে। কমপক্ষে দু’জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ এখন সেই বন্দুকধারীকে খুঁজছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী একটি কালো রংয়ের স্কুটারে করে এসেছিল।

ইহুদি স্কুলে হামলার ঘটনাটি ঘটল ফ্রান্সের একই অঞ্চলে স্কুটারে করে আসা অপর এক দুর্বৃত্তের গুলিতে তিনজন ফরাসি সেনা নিহত হওয়ার কয়েকদিন পরেই।

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

এদিক ফ্রান্সের গ্র্যান্ড রাব্বি (ইহুদি ধর্মীয় গুরু) গিলেস বারহেইমও ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় তিনি ‘ভীতবিহ্বল’ এবং ‘হতভম্ব’ হয়ে গেছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন।

জানা গেছে, স্কুলের ক্লাস শুরুর দিন শিশুদের নিয়ে অভিভাবকরা অজার হাতোরাহ স্কুলে জড়ো হয়েছিলেন।

ফরাসি টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন স্কুল শিক্ষক ও তার ছয় বছর বয়সী শিশুকন্যা এবং স্কুলের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ত ফ্রান্সের সব ইহুদি স্কুলে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক