নরওয়েতে তুষারচাপা পড়ে ছয় পর্যটকের প্রাণহানি

নরওয়েতে তুষারচাপা পড়ে ছয় পর্যটকের প্রাণহানি

নরওয়ের উত্তরাঞ্চলে কাফজোর্ড এলাকায় তুষারচাপা পড়ে ছয় জন পর্যটকের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার বরফের ওপর স্কি করার জন্য ১২ জন পর্যটক কাফজোর্ডে গিয়ে বরয়ের নিচে আটকা পড়েন। অনির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে তারা ফরাসি নাগরিক।

পুলিশ প্রধান ট্রমসো জানিয়েছেন, সোমবার বিকেলের দিকে মাউন্ট সোর্বমেগাইসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

একটি মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। সাহায্যের জন্য সেনা বাহিনীকেও অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে।

অনির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, ১২ জন পর্যটকের মধ্যে ছয় জন তুষারের সঙ্গে ভেসে গেছে।

পুলিশ প্রধান জানিয়েছেন, পর্যটকদের কাছে রেডিও ট্রান্সমিটার ছিল। সুতরাং তাদের খুঁজে বের করা মনে হয় খুব একটা কঠিন হবে না।

আন্তর্জাতিক