এনসিএলের তৃতীয় রাউন্ড শুরু শনিবার

এনসিএলের তৃতীয় রাউন্ড শুরু শনিবার

বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে আব্দুর রাজ্জাকের স্ট্যাটাস- জিয়াউর রহমানদের সঙ্গে খুলনা a9s7dyasdযাচ্ছেন। ওই স্ট্যাটাসের নিচে অনেক লাইক পড়লেও রাত পর্যন্ত কমেন্ট একটাই ছিল। আর ওই কমেন্ট করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। কমেন্টে রাজ্জাককে উদ্দেশ্য করে মাশরাফি লিখেছেন; বন্ধু বলে দিস, আমার অনেক জ্বর।

রাত পোহানোর আগেই সেই জ্বরের কবলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মাশরাফিকে। আর তাই শনিবার শুরু হতে চলা ওয়ালটন এলইডি টিভি ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না নড়াইল এক্সপ্রেসের। যদিও এই ম্যাচ দিয়ে খুলনা বিভাগীয় দলের হয়ে লংগার ভার্সন ক্রিকেটে ফেরার ইচ্ছা ছিল মাশরাফির।

প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী মাঠে নামবে সিলেট বিভাগের বিরুদ্ধে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল বিভাগ।

দ্বিতীয় রাউন্ড শেষে লিগের প্রথম স্তরে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ। পরের স্থান গুলো রয়েছে খুলনা ২০, রংপুর ১১, ঢাকা মেট্রো ১০ পয়েন্ট নিয়ে। লিগের দ্বিতীয় স্তরে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী বিভাগ। বরিশাল ১৮, চট্টগ্রাম ১০, সিলেট ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

Featured খেলাধূলা