মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে তারা মুজাহিদের সঙ্গে দেখা করতে কারা অভ্যন্তরে প্রবেশ করেন।
বেলা ১১টায় মুজাহিদের আইনজীবীরা জানান, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে কারাগারে দেখা করতে গেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার তার সঙ্গে দেখা করার অনুমতি চাওয়ার পর কারাবিধি অনুযায়ী তাদের দেখা করার অনুমতি দেয়া হয়েছে।
কারাগারে ঢোকার আগে মুজাহিদের ছোট ছেলে আহমেদ মাবরুফ বলেন, “কারা কর্তৃপক্ষ আমাদের পাঁচজনকে দেখা করার অনুমতি দিয়েছে। বেলা ১১টায় আমরা আব্বুর সঙ্গে দেখা করব।”
২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।
৩০ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগ তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এ নিয়ে রিভিউ আবেদনের জন্য ১৫ দিন সময় পেয়েছেন মুজাহিদ।