গিনি-বিসাউয়ের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান কর্নেল সাম্বা দিজালোকে সোমবার এক দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। অস্থিতিশীল এই দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কেন্দ্রগুলো বন্ধ হওয়ার ঘণ্টা কয়েক পরেই এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা গোয়েন্দা প্রধানের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে ওই বন্দুকধারীর কোনো হদিস পাওয়া যায়নি।
রাজধানী বিসাউয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিজালো তার বাড়ির পাশেই একটি রেস্টুরেন্টে গুলিবিদ্ধ হন।
এই ঘটনার কোনো মোটিভ বা অভিসন্ধি নিশ্চিত করে জানা যায়নি। তবে ২০০৯ সালে বোমা হামলায় তৎকালীন সেনা প্রধান নিহত হওয়ার ঘটনার সঙ্গে দিজালোর সংশ্লিষ্টতা ছিল বলে জানা যায়।
উল্লেখ্য, গিনি-বিসাউয়ে সোমবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট মালাম বাকাই সানহার মৃত্যু হওয়ায় এই নির্বাচনের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর গিনি-বিসাউয়ে অসংখ্যবার সেনা অভ্যুত্থান এবং সেনা বাহিনীর নানা ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটি মাদক চোরা-কারবারিদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে।