নতুন জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সম্মত লিবিয়া

নতুন জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সম্মত লিবিয়া

কয়েক মাস ধরে চলা নিপীড়নমূলক দর কষাকষির পর প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজকে asd0a8s[]প্রধান করে লিবিয়া একটি নতুন জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সম্মত হয়েছে। আজ শুক্রবার জাতিসংঘের দূত বানারডিনো লিয়োন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে একথা জানান।
মরক্কোতে এক সংবাদ সম্মেলনে বানারডিনো লিয়োন বলেন, এই প্রক্রিয়াটির ওপর এক বছর ধরে লিবিয়ার ১৫০টির বেশি অঞ্চলের প্রতিনিধিত্বশীল মানুষের সাথে কাজ করার পর শেষ মুহূর্তে আমরা একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিতে পেরেছি।

Featured আন্তর্জাতিক