আজ ৯ অক্টোবর শুক্রবার ২০তম ‘বিশ্ব ডিম দিবস’। ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন কর হয়। এবারও তার ব্যতীক্রম হচ্ছে না। ডিম দিবসের এবারের শ্লোগান- বাঙালি হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনে ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্ব জুড়ে একযোগে পালিত হয়ে আসছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ দিনটির গুরুত্ব অনেক বেশি কারণ- বাংলাদেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে সুস্থ্য থাকার জন্য জনপ্রতি ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপনের লক্ষ্যে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি এসোসিয়েশনের সমন্বয়ে গঠিত- ‘বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)’ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা এবং ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করেছে।