নেইমারবিহীন ব্রাজিলের ২ গোলের পরাজয়

নেইমারবিহীন ব্রাজিলের ২ গোলের পরাজয়

নেইমারকে ছাড়া ব্রাজিল যে কতটা অপ্রতিভ থাকে তা বোঝা গেল আরেকবার! asdtaysd
বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলির হয়ে ভারগাস ও আলেক্সিস সানচেজ গোল করেন।
বিশ্বকাপের বাছাইপর্বে এই নিয়ে দুইবার ব্রাজিলকে হারালো চিলি। ২০০২ সালে ৩ গোলে হেরেছিল ব্রাজিল। পরের ১৪ ম্যাচে ব্রাজিল ১২টিতে জয়ী ছিল। নেইমারকে ছাড়া ব্রাজিল মুখে সাহস দেখালেও মাঠে ঠিকই তার প্রতিফলন পড়ে। এলোমেলো ফুটবল আর ভুল পাসে একটিও গোল পায়নি তারা। জুনে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে নেইমারকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। সেই আদেশের এখনো ২ ম্যাচ বাকি।
এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭২তম মিনিটে এগিয়ে যায় চিলি। ফারনান্দেসের ফ্রি-কিকে পা লাগিয়ে জালের ঠিকানা খুঁজে নেন ভারগাস।
শেষ দিকে ভিদাল-সানচেজের নৈপুণ্যে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ৯০তম মিনিটে একজনকে কাটিয়ে ভিদালকে বল বাড়িয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষের গোলমুখের কাছাকাছি ছুটে যান সানচেজ। বায়ার্নের মিডফিল্ডারের কাছ থেকে বল ফেরত পেয়ে দ্বিতীয়বারের চেষ্টায় গোল করেন আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড।

Featured খেলাধূলা