ইকুয়েডরের কাছে ধরাশয়ী আর্জেন্টিনা

ইকুয়েডরের কাছে ধরাশয়ী আর্জেন্টিনা

মেসি অবর্তমানে আগুয়েরারা সাহস যুগিয়েছিলেন সমর্থকদের। কিন্তু কাজ হল না। ইকুয়েডর 'aqwduiasঐতিহাসিক জয় তুলে নিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ‘ক্ষণিকের ভুলে’ ১ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে গেল আর্জেন্টিনা।
এর আগে নেইমারহীন ব্রাজিলকেও ২ গোলে ডুবিয়েছে চিলি।
৮১ ও ৮২তম মিনিটে এদিন আর্জেন্টিনা গোল হজম করে ।
ইকুয়েডরের ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে এটাই তাদের ১ম জয়। খেলার প্রথমার্ধ শেষ হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। গোলশূন্য থেকে টানেলে যায় ২ দল। ৮১তম মিনিটে আকাশী-নীল জার্সিদের স্তব্ধ করে দেন সেন্টার ব্যাক ফ্রিকসন এরাজো। ১ মিনিটের মধ্যেই ফিরতি আক্রমণ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ফিলিপ কাইসিডো।
ইকুয়েডরের ১ম গোলটি আসে এরাজোর হেড থেকে। নিচু হেডে গোলরক্ষক রোমেরোকে পরাস্ত করেন এই ডিফেন্ডার। আর ভালেন্সিয়ার পাস থেকে বল পেয়ে খুব কাছ থেকে বল জালে জড়ান স্ট্রাইকার কাইসিডো। হারের জ্বালা নিয়ে মাঠ ছাড়তে হয় মাসচেরানো বাহিনীকে।

Featured খেলাধূলা