গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ প্রতিবন্ধী নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ প্রতিবন্ধী নিহত

গাজীপুরে রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এসময় আরও a9s8udaisd৩জন আহত হয়। আজ শুক্রবার সকালে নগরীর ভুরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, রমজান আলী (২৮) ও পারভেজ (২৭)। হতাহতরা সবাই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কেয়া কসমেটিকস কারখানায় চাকরি করতো। ভুরুলিয়ার মার্কাজ মসজিদে তাবলীগের প্রচারের কাজ শেষে ফেরার পথে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা এ দুর্ঘটনায় পড়েন।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, বৃহস্পতিবার দুই শ্রবণ প্রতিবন্ধিসহ কয়েকজন প্রতিবন্ধি যুবক শহরের ভুরুলিয়া এলাকায় তাবলিগ জামায়াতের মারকাজে আসে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা মারকাজ থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন তাদের পিছন থেকে ধাক্কা দেয়। তারা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় পিছন থেকে সহকর্মীদের ডাক এবং ট্রেনের হুইসেল কিছুই শুনতে পায়নি। পরে তারা ওই ট্রেনের ধাক্কায় ভুরুলিয়া রেল ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। তারা সবাই কোনাবাড়ির জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট নামের একটি কারখানার বধির ইউনিটে কাজ করতেন।

Featured বাংলাদেশ