মর্টারের গোলায় সোমালিয়ায় ৬ শরণার্থী নিহত

মর্টারের গোলায় সোমালিয়ায় ৬ শরণার্থী নিহত

সোমালিয়ায় মর্টারের গোলা বিস্ফোরিত হয়ে ৬ ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্সিয়াল প্যালেসের অদূরে অবস্থিত শরণার্থী শিবিরে একটি মর্টারের গোলা আঘাত হানলে একই পরিবারের চার সদস্যসহ ছয় শরণার্থী নিহত হন।

মর্টার হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে মোগাদিসুর পশ্চিমা সমর্থিত সরকার এর জন্য বিদ্রোহী আল-সাবাব যোদ্ধাদের দায়ী করেছে।

আল সাবাব কিছুদিন আগে রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ হারালেও দেশটির দক্ষিণাঞ্চলসহ সোমালিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

আবদু ওয়াহিদ মোহামেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান মর্টারের গোলাটি শরণার্থী শিবিরের একটি তাঁবুর ওপর পড়লে তাঁবুতে অবস্থানরত এক দম্পতি তাদের দুই শিশু সন্তানসহ নিহত হন। এছাড়া অপর একটি গোলা বিস্ফোরিত হয়ে অপর দুই বেসামরিক ব্যক্তি নিহত হন।

সোমালিয়ায় মোতায়েন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র প্যাডি আনকুন্ডা মর্টার বিস্ফোরণে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর সত্যতা স্বীকার করেন। এছাড়া কোনো মর্টারের গোলা প্রেসিডেন্ট প্যালেসের ভেতর বিস্ফোরিত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

আন্তর্জাতিক