শিবসেনার হুমকিতে বাতিল গুলাম আলির অনুষ্ঠান

শিবসেনার হুমকিতে বাতিল গুলাম আলির অনুষ্ঠান

শিবসেনার হুমকিতে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল গজল সম্রাট গুলাম আলির লাইভ শো। মুম্বই as7d98akwoএবং পুণেতে আগামী শুক্রবার এবং শনিবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও শিবসেনার হুমকিতে পিছু হঠতে বাধ্য হলেন সংগঠকরা।
গজল সম্রাটকে অনুষ্ঠান না করতে দেওয়ার পিছনে তার পাকিস্তানি হওয়াকেই কারণ হিসাবে দেখিয়েছিল শিবসেনা। ভারতে পাক শিল্পীর অনুষ্ঠান হওয়া মানেই ‘সংস্কৃতির অনুপ্রবেশ’ বলে মন্তব্য করেছিলেন সেনার চলচ্চিত্র শাখা চিত্রপত সেনার সভাপতি আদেশ বান্দেকর। শনিবার বিখ্যাত গজল শিল্পী জগজিৎ সিংয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী। শিবসেনার তরফে জানানো হয়েছে, পুণেতে গুলাম আলির গানের জলসা ভেস্তে দিয়েই তারা প্রয়াত জগজিৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাবে!
সেনার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন। অনুষ্ঠান বাতিল হওয়ায় গুলাম আলিকে দিল্লিতে এসে অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছে আম আদমি পার্টি। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। সেনার সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, সে দেশে অনুষ্ঠান করতে কোনও ভারতীয় শিল্পীকেই বাধার সামনে পড়তে হবে না।
হতাশ শিল্পী নিজেও। তিনি বলেন, “আমার রাগ হচ্ছে না। কিন্তু খুব হতাশ লাগছে। এর আগেও মুম্বই-সহ ভারতে একাধিক জায়গায় অনুষ্ঠান করেছি। কিন্তু এমন বাধার সম্মুখীন হতে হয়নি। প্রত্যেক বারই মানুষের ভালবাসা পেয়েছি। ভালবাসাতেও তো কিছু কঠিন মুহূর্ত আসে। আমি এই ঘটনাটিকে সে ভাবেই দেখছি।” জগজিত্ সিংহকে শ্রদ্ধা জানাতে তার জলসা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা। সেই দাবি উড়িয়ে ৭৫ বছরের এই শিল্পী বলেন, ‘জগজিত্ ছিল আমার ছোট ভাইয়ের মতো। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান করার কথা ছিল আমার। আমাদের মধ্যে যত বার দেখা হয়েছে, কখনওই ভারত-পাকিস্তান সম্পর্কের রেশ পড়েনি।’

Featured আন্তর্জাতিক