আদেশ অমান্যে ইস্টার্ন কেবলসকে এসইসির তলব

আদেশ অমান্যে ইস্টার্ন কেবলসকে এসইসির তলব

তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিল না করায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলসকে শুনানিতে তলব করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এসইসি সূত্রে বিষয়টি জানা যায়।

গত ৩০ সেপ্টম্বর ২০১১ সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যার্থ হয়েছে কোম্পানিটি। এসইসির নিয়মানুযায়ী সেপ্টেম্বরের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল গত বছরের ১৪ নভেম্বর।
কিন্তু কোম্পানিটি তা পালনে ব্যার্থ হয়।

এরই পরিপ্রেক্ষিতে ইস্টার্ন কেবলসের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও সচিবদেরকে এসইসির কার্যালয়ে উপস্থিত থাকার জন্য শুনানিতে তলব করা হয়েছে।

উল্লেখ্য, এসইসির সিকিউরিটিজ আইন অনুসারে, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর জারি করা এসইসির আদেশ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিক সমাপ্ত হওয়ার পর ৪৫ দিনের মধ্যে অনিরীক্ষিত হিসাব প্রস্তুত করে এসইসি ও স্টক এক্সচেঞ্জে পেশ করতে হয়। তবে জীবন বীমা প্রতিষ্ঠান এর আওতায় পড়ে না।

এছাড়া দু’টি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ হিসাব প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। অথচ কোম্পানিটি এর একটিও পালন করেনি। আদেশ অমান্য করায় কোম্পানিটিকে শুনানির জন্য তলব করেছে এসইসি।

অর্থ বাণিজ্য