দামেস্কে ব্যাপক লড়াই

দামেস্কে ব্যাপক লড়াই

সিরিয়ায় এবার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ছড়িয়ে পড়লো প্রেসিডেন্ট বাশারের ক্ষমতার মূল কেন্দ্র রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গুরুত্বপূর্ণ জেলায় সরকারবিরোধী বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা সোমবার জানায় রাজধানীর আল-মেইজে জেলার পশ্চিমাঞ্চলীয় এলাকায় রোববার দিবাগত সারারাত ভারি মেশিনগান ও রকেটচালিত গ্রেনেডের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দামেস্কের এই এলাকাটিকে অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্থাপনা এখানে অবস্থিত।

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার একদিন পরই এই লড়াই সংঘটিত হল।

এদিকে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানায়, রোববারের বোমা বিস্ফোরণে নিহতদের মৃতদেহ একটি রাষ্ট্রীয় নিরাপত্তা স্থাপনার নিকটবর্তী রাস্তায় পড়ে থাকতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে আলেপ্পোর আল সুলাইমানিয়া জেলায় দু`টি আবাসিক ভবনের মাঝে অবস্থিত একটি ডাকঘরের পেছনে এই বিস্ফোরণ ঘটে।

উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দেইর ইজোরেও উভয় পক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। এখানে সামরিক যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এর পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনের জন্মস্থান দেরার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সেতু উড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা। বিরোধী আন্দোলনকারীদের দমনাভিযানে নিয়োজিত সরকারি সেনাদের বিভিন্ন সামগ্রী ও গোলাবারুদ সরবরাহের কাজে এই সেতুটিকে ব্যবহার করা হত বলে জানিয়েছে বিরোধী আন্দোলনকারীরা।

দামেস্কের উপকন্ঠে অবস্থিত আরতুজ শহরেও সরকারি সেনারা বিদ্রোহীদের খোঁজে ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে বলে দাবি করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।

জাতিসংঘের হিসেবে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় ৮ হাজার লোক নিহত হয়েছে। এক বছরেরও বেশি সময় আগে সিরিয়ার জনগণ দেশটির চার দশকের ক্ষমতাসীন আসাদ পরিবারের বিরুদ্ধে আন্দোলনে নামে। তাদের দমন করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারি বাহিনী মাঠে নামালে দেশটিতে ব্যাপক সহিংসতা শুরু হয় যা এখনও অব্যাহত আছে।

আন্তর্জাতিক