রাশিয়া কাস্পিয়ান সাগর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়ার আইএস গোষ্ঠীর ওপর ।
স্থানীয় সময় বুধবার কাস্পিয়ান সাগরে অবস্থান নেয়া যুদ্ধজাহাজ থেকে আইএসের ১১টি ঘাঁটিতে মোট ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানান, ‘দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র এক হাজার ৫০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে আইএসের ওপর আঘাত হানে।’
এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুদ্ধক্ষেত্রে নতুনরূপে হাজিন হয়েছেন, ২ জন যৌথভাবে সামরিক হামলায় অংশ নিয়েছেন। হামা ও ইদলিব প্রদেশের বিভিন্ন শহরে ইসলামপন্থি বিভিন্ন পক্ষের ওপর সমন্বিত হামলা চালায় দেশ ২ টি।
ন্যাটোর সদস্য দেশ তুরস্ক কয়েক দিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া তার দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। ধারণা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় বৈঠকে ন্যাটোর মন্ত্রী তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করতে যাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া সপ্তাহখানেক আগে আইএসের ওপর হামলা শুরু করে। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা আসাদের বিরোধী পক্ষের ওপর হামলা চালাচ্ছে, যারা সন্ত্রাসী নয়। তবে মস্কো এ অভিযোগ নাকচ করেছে।