মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের কুন্দুজ শহরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এমএসএফ পরিচালিত একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহতের ঘটনায় সংস্থাটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জশ আরনেস্ট গতকাল এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, ‘হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনায় এমএসএফের প্রেসিডেন্টকে টেলিফোনে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন প্রেসিডেন্ট ওবামা।’
সেই সঙ্গে, তালেবানের অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে আঘাত হেনেছে উল্লেখ করে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে এমএসএফকে জানানো হয়।
এছাড়াও, ভবিষ্যতে যাতে এ ধরনের দুঃখজনক ও মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য হামলার কৌশল পরিবর্তন করা হবে বলেও সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে জানানো হয়।