প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রেগুলো হচ্ছে- আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্টটি সরকারি কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় স্থাপিত বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র, যার প্রকল্প ব্যয় ১ হাজার ৩২৬ কোটি টাকা।
মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের ব্যয় ৩০০ কোটি টাকা। আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প ব্যয় ২ হাজার ১১৬ কোটি টাকা।
আজ এ ৩টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ফলে এখন থেকে জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আর এর মাধ্যমে ২০২১ সালে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার বাস্তবায়নে আর এক ধাপ এগিয়ে গেলো সরকার। এতে দেশে কর্মসংস্থান সৃজন ও সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে ধারনা করা হচ্ছে।