ফিফা প্রেসিডেন্ট ব্লাটার বরখাস্ত

ফিফা প্রেসিডেন্ট ব্লাটার বরখাস্ত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এথিক্স কমিটি ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে গতকাল asd95asrdবুধবার ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে। ৭৯ বছর বয়সী ব্লাটারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুর্নীতি ও অবৈধ লেনদেনের সাথে জড়িত। এথিক্স কমিটির সদস্যরা এ সপ্তাহে একটি বৈঠকে মিলিত হয়ে ব্লাটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে আজ বৃহস্পতিবার ফিফার এথিক্স জুডিশিয়ারি চেম্বারের প্রধান হ্যান্স জোয়াচিম এখার্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।
এদিকে ব্লাটারের হয়ে কাজ করেন, ক্লস স্টহলকার নামে এক ব্যক্তির দাবি, যেহেতু ফিফা প্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাই এথিক্স কমিটি তাকে ৯০ দিন ফিফার বাইরে থাকতে বলেছে। ২০১০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে দুর্নীতি এবং উয়েফা প্রধান মিশেল প্লাতিনিকে ঘুষ দেয়ার অভিযোগ তদন্ত করছে সুইস কর্তৃপক্ষ। এর ফলে জানুয়ারি পর্যন্ত ফিফার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছেন না ব্লাটার। ফেব্র“য়ারিতে ফিফার নির্বাচন। ক্লসের দাবি, ব্লাটারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত বদলেও যেতে পারে। ফিফার কাছ থেকে ১.৩৫ মিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন এমন অভিযোগ রয়েছে প্লাতিনির বিরুদ্ধে। গত মে মাসে ফিফার প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর ব্লাটার ফিফা থেকে পদত্যাগ করেন। ১৯৯৮ থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন।

Featured খেলাধূলা