মাঠে এবং মাঠের বাইরে কোথাও স্বস্তিতে নেই ‘ফুটবলের রাজপুত্র’৷ স্পেনে কর ফাঁকি মামলায় লিওনেল মেসি ছাড়া পেলেও অভিযুক্ত হলেন তার বাবা জর্জ মেসি। মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল স্পেনের সরকারকে কর ফাঁকি দেওয়ার৷ ২০০৭ থেকে ২০০৯ সাল মধ্যেকার কর তাঁরা ফাঁকি দিয়েছেন৷
দীর্ঘদিন ধরেই এই মামলা চলছিল৷ তবে মঙ্গলবার এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় বার্সেলোনার সুপারস্টারকে৷ কারন মেসির আইনজীবী জানান যে মেসির কোনও দিনই আর্থিক লেনদেন বা সেই সম্পর্কিত কোনোকিছুর উপর কৌতূহল ছিল না৷ সব কিছু তাঁর বাবাই সামলাতেন৷ কারন প্রথম থেকেই জর্জ মেসিই ছিলেন ‘ফুটবলের রাজপুত্রে’র এজেন্ট৷ মেসির বাবাও আদালতে একথা স্বীকার করে নেন৷
তাই এই পরিস্থিতিতে মেসির বাবার জরিমানা ছাড়াও আঠেরো মাস পর্যন্ত হাজতবাসও হতে পারে৷ বর্তমানে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার৷ তাঁকে ছাড়া ফর্মে নেই বার্সাও৷ তাই নিজে ছাড়া পেলেও বাবার অভিযুক্ত হওয়ায় মাঠের বাইরেও অস্বস্তি বাড়ল মেসির৷