আগামীকাল ৩ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল ৩ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে অবস্থিত ৩৯০ মেগাওয়াট aygsdhjsaক্ষমতার ৩টি বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৩ সালে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। বর্তমানে আশুগঞ্জ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে এখান থেকে প্রায় ১ হাজার ৫৬২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উৎপাদনে মহাপরিকল্পনার অংশ হিসেবে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পুরাতন ও অধিক গ্যাসে কম বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটের স্থল নতুন বৃহৎ ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২০১৩ সালের ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি অর্থায়নে নতুন ৫টি ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করেন। ইউনিটগুলো হলো- ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ৪৫০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ), ৪৫০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল
পাওয়ার প্লান্ট (নর্থ), ২০০ মেগাওয়াটের মডিউলার পাওয়ার প্লান্ট ও বেসরকারি ৫১ মেগাওয়াটের মিডল্যান্ড পাওয়ার প্লান্ট।
কেন্দ্র তিনটির মধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির সিম্পল সাইকেল থেকে এ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে পুরো কেন্দ্রটি উৎপাদনে আসবে চলতি বছরের নভেম্বরে। আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নির্মিত এ কেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ২ হাজার ১১৬ কোটি টাকা।
দ্বিতীয়টি হচ্ছে এপিএসসিএল এবং ইউনাইটেড এন্টারপ্রাইজ যৌথভাবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে এ কেন্দ্র থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটি মে মাস থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।
গ্যাসভিত্তিক কেন্দ্র ৩ টির মধ্যে তৃতীয় কেন্দ্রটি স্থাপন করেছে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড। ৫১ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির এসব ইউনিট সরেজমিনে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফন্নাহার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান, ইউনাইটেড প্লান্টের নির্বাহী পরিচালক বজলুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এএমএম সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, আশুগঞ্জে নতুন যে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে তার দক্ষতা অনেক বেশি। এজন্য অল্প গ্যাসে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এজন্য নতুন করে গ্যাস বরাদ্দ করার প্রয়োজন হচ্ছে না। আগের বরাদ্দ দেয়া গ্যাস দিয়েই নতুন কেন্দ্রগুলো চলছে এবং চলবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার বলেন, আশুগঞ্জের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে।

Featured আন্তর্জাতিক