১ ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরেছে ভারত৷ ধরমশালায় ১ম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানে ধোনিবাহিনী৷ কিন্তু সোমবার কটকে দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হার মাত্র ৬ মাস দূরে বিশ্বকাপে ধোনিদের নিয়ে প্রশ্ন তুলে দিল৷ ভারতের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাক স্পিড স্টার শোয়েব আখতার৷
ধরমশালায় ব্যাটসম্যানরা তাদের কাজটা করলেও বোলিং ব্যর্থতায় ডুবতে হয়েছে৷ আর কটকে হারের পিছনে দায়ী টিম ইন্ডিয়ার ব্যাটিং৷ প্রোটিয়া বোলিংয়ের সামনে মাত্র ৯৩ রানে শেষ হয়ে যায় ভারত৷ তবুও ভারতীয় বোলিং নিয়ে প্রশ্ন তুলছেন শোয়েব৷ তিনি বলেন, ‘ভারতীয় বোলিংয়ের গভীরতা নেই৷ অশ্বিনই কেবল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিল৷ পেস বোলিংয়ে ভারতের হাল খুব খারাপ৷’ কটক ম্যাচে অম্বাতি রায়ডুর পরিবর্তে একাদশে অজিঙ্ক রাহানের থাকা উচিত ছিল বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস৷