অন্য রকম মিম

অন্য রকম মিম

দুবছর আগেও টিভিপর্দায় দর্শক মাতিয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা সাহা 'as076aমিম। নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এখন ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। এরই মধ্যে কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার কথাও জানান দিয়েছেন মিম। চলচ্চিত্রে নিজেকে অন্য উচ্চতায় না নিয়ে গেলেও অনেকটা সে পথেই হাঁটছেন এ তারকা। তারই প্রমাণ মিলছে যখন মিম ব্যস্ত আছেন বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ নিয়ে। কলকাতার রাজা চন্দ্র ও বাংলাদেশের কিবরিয়া লিপুর পরিচালনায় এ ছবিতে তিনি টালিগঞ্জের হালের আরেক ক্রেজ সোহমের বিপরীতে কাজ করছেন। এরই মধ্যে কলকাতার অংশের কাজ শেষ করেছেন তিনি। তবে গানের শুটিং বাকি থাকায় গত ১৮ সেপ্টেম্বর আবারও কলকাতায় গিয়েছিলেন মিম। সেখানে দুটি গান শুটিং শেষ হওয়ার পর দেশে ফেরেন। এরই মধ্যে বাংলাদেশের অংশের কিছু কাজ শেষ হওয়ার পর শনিবার সকালে থাইল্যান্ডে পাড়ি জমান মিম। সেখানে ছবির শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার। দুই বাংলার ছবিতে অভিনয় করতে গিয়ে চলচ্চিত্রের এ স্বল্প সময়ের ক্যারিয়ারে মিম দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষত নায়ক সোহমের সঙ্গে খুব সহজেই মানিয়ে নিয়েছেন তিনি। তবে এক্ষেত্রে সোহমই তাকে বেশি সাহায্য করেছেন বলে জানান। মিমের ভাষ্যমতে, সোহম যে অসাধারণ একজন অভিনেতা সেটা নিয়ে তো কোন সন্দেহ নেই। ওর সঙ্গে কাজ করে বেশ ভাল লেগেছে। সবচেয়ে বেশি ভাললাগা হলো সোহম অনেক মিশুক একজন মানুষ। কলকাতায় গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। বিশেষত কাজের ক্ষেত্রে। কারণ সেখানে তো আর কখনও কাজ করা হয়নি। তবে এ নার্ভাসনেস কাটিয়ে ওঠার পেছনে সোহম অনেকাংশে সাহায্য করেছে। ভীষণ মজার সময় পেয়েছি তার কাছ থেকে। আমার সঙ্গে সারাক্ষণ মজার মজার কথা বলতো। আর আমার পেছনে লেগে থাকতো সারাক্ষণ। দুষ্টুমিচ্ছলে নানারকম খুনসুটি চলতই আমাদের মাঝে। আর এমন একজন মানুষের সঙ্গে কাজ করে মনেই হয়নি আমি কলকাতায় অভিনয় করছি।
‘ব্ল্যাক’-এর শুটিং শুরুর পর থেকে একাধিকবার নাম পরিবর্তন হয় ছবিটির। তবে এর পেছনে ছিল আরেক রহস্য। মিম বলেন, এটা আসলে শুরুতে ‘বুলেট’ নাম ছিল। যেহেতু যৌথ প্রযোজনার ছবি তাই নামটি বদলে ‘রকেট’ করা হয়েছে। আবার কিছুদিন পরে দেখা গেল এই নামে কলকাতায় একটি ছবি আগে হয়েছে তাই শেষ বারের মতো পরিবর্তন করে ‘ব্ল্যাক’ রাখা হয়েছে। এখন আর পরিবর্তন করার কোন সম্ভাবনা নেই। মিমের ঝুলিতে রয়েছে আরও তিনটি ছবি। এর একটি হলো ‘রক’। যার কাজ এখনও শুরু হয়নি। এছাড়াও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘সুইট হার্ট’ এবং তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’ ছবি দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। চলচ্চিত্রের ব্যস্ততার কারণে একসময়ে টিভি নাটকের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী এখন সে মাধ্যমে কোন কাজ করছেন না। তবে চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে বিজ্ঞাপন ও বিভিন্ন শোতে অংশ নিচ্ছেন ঠিকই। সমপ্রতি ঢাকায় বলিউড তারকা সুস্মিতা সেনের সঙ্গে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছেন মিম। দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। এর পরে চলচ্চিত্রের স্থায়ী বাসিন্দা হওয়ার লক্ষ্যে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তিনি। টিভি নাটক থেকে শেখা এ কাজগুলো চলচ্চিত্রে কতটা কাজে লাগিয়েছেন মিম।

Featured বিনোদন