ভারতীয় কোম্পানির কাছ থেকে ৮১টি এমজি বগি ট্যাংক ওয়াগন ও তিনটি এমজি বগি ব্রেক ভ্যান কিনতে ৬০ কোটি টাকার চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে। তেলবাহী এসব ওয়াগন পাওয়া গেলে বাংলাদেশে মোট ওয়াগনের সংখ্যা দাঁড়াবে ৬৬২টিতে।
রোববার দুপুরে রেলভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তিপত্রে বাংলাদেশ রেলওয়ের পক্ষে সই করেন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) খলিলুর রহমান। ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে সই করেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান পি গুহা।
আগামী মার্চের আগেই এসব ওয়াগন দেশে এসে পৌঁছাবে বলে জানান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে যাত্রী বহনের পাশাপাশি দেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। এই চুক্তির মালামাল পাওয়া গেলে জ্বালানি তেল বহনে যথেষ্ট আধুনিক হবে রেলওয়ে।’
‘এতদিন যে ট্যাংক ওয়াগন ছিল তাতে বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি সরবরাহে সমস্যা হত। এই ওয়াগনগুলো পাওয়া গেলে সেই সমস্যা দূর হয়ে যাবে,’ যোগ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘অনেকে সমালোচনা করেন শুধু চুক্তি দেখি কিন্তু মালামাল আসে না। তাদের উদ্দেশে বলি, এক বছরের মধ্যে এই মালামাল পাওয়া যাবে। এতে বাংলাদেশি টাকায় প্রায় ৬০ কোটি টাকা ব্যায় হবে।’
রেলওয়ে মহাপরিচালক জানান, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ষিক জেট ফুয়েলের চাহিদা প্রায় দুই লাখ মেট্রিক টন। বিশাল চাহিদা মেটাতে রেলওয়ে হিমশিম খেতো। এই মালামাল পাওয়া গেলে তা সহজ হয়ে যাবে।
অত্যাধুনিক তেলবাহী প্রতিটি ট্যাংক ওয়াগনে ৩৬ মেট্রিক টন করে তেল বহন করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবির, বক্তব্য রাখেন রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ভারতীয় হাইকমিশনের রেলওয়ে বিষয়ক উপদেষ্টা চন্দ্রিমা রায়।