প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ চেয়েছে সিএমপি

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ চেয়েছে সিএমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় সদর দফতরের কাছে এক হাজার পুলিশ চেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে নগর পুলিশের কমিশনার আবুল কাশেম এক হাজার অতিরিক্ত পুলিশ চেয়ে সোমবার পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছেন।

চিঠিতে অতিরিক্ত পুলিশ সদস্যদের আগামী ২৬ মার্চ সন্ধ্যা থেকে ২৮ মার্চ রাত পর্যন্ত নগরীতে দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে বলে সিএমপি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম বলেন, ‘আমরা অতিরিক্ত প্রায় এক হাজার পুলিশ চেয়েছি। ২৬ মার্চ সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সদস্যদের সিএমপিতে এসে রিপোর্ট করতে বলেছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে প্রায় এক হাজার ৯শ পুলিশ সদস্য মোতায়েনের বিষয়টি মাথায় রেখে সিএমপি এখন নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছে। এর মধ্যে ৯শ পুলিশ সদস্য সিএমপিতেই দায়িত্বরত আছেন।

২৮ মার্চ চট্টগ্রাম সফরে এসে প্রধানমন্ত্রী যেসব স্থানে যাবেন সেসব স্পটকে ঘিরেই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে পুলিশ।

আগামী ২১ মার্চের মধ্যে এ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা।

এদিকে ২৮ মার্চের চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রীর ১০টি কর্মসূচি নির্ধারিত আছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এসব কর্মসূচির তালিকা সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছান ইলাহী জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে বন্দর ফ্লাইওভার, হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রসহ ৫টি সরকারি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

এদিন প্রধানমন্ত্রী নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে একটি ধর্মীয় অনুষ্ঠান, মুরাদপুরে এলজিইডি ভবন উদ্বোধনী অনুষ্ঠান এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউসে উন্নয়ন সংক্রান্ত বৈঠকেও যোগ দেবেন।

এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচির ফাঁকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী সর্বশেষ নগরীর পলোগ্রাউন্ডে ১৪ দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বাংলাদেশ রাজনীতি