যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কঠিন তবে অসম্ভব নয় : যোগাযোগমন্ত্রী

যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কঠিন তবে অসম্ভব নয় : যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাড়ে তিন মাসে দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের বিষয়টি দৃশ্যমান করতে পারিনি। এটি একটি কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। তবে বছরখানেকের মধ্যে আমরা এর অগ্রগতি দৃশ্যমান করতে পারবো।

তিনি বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১২ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ আয়োজিত কলেজের শহীদ বরকত মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, এখন ছাত্রনেতার কথা শুনলে ছাত্ররা ভয় পায়। ভালোবাসার জায়গা এখন ভয়ে পরিণত হয়েছে। আমাদেরকে যদি ভয় পায় তাহলে আমরা কিভাবে ভয়কে জয় করবো।

তিনি বলেন, ছাত্র রাজনীতির এ অবস্থা নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে। ছাত্ররাজনীতি মেধাবীদের কাছে আকর্ষণীয় কিছু নয়। মেধাবীরা যদি রাজনীতি থেকে দূরে থাকে তাহলে আমরা পরবর্তীতে সংসদে কুরুচিপূর্ণ্য বক্তব্য শুনতে পাবো। যা পরবর্তী প্রজন্মকে কোনও শিক্ষা দেবে না। আমাদের রাজনীতি করতে হবে পরবর্তী প্রজন্মমের জন্য নির্বাচনের জন্য নয়। যে গণতন্ত্রে মুল্যবোধ নেই সেটি গণতন্ত্র নয়।

বিদেশীদের করা এক জরিপের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে বঙ্গবন্ধু হলো এক নাম্বার আর দুই হচ্ছে রবীন্দ্রনাথ। বঙ্গবন্ধু বিশ্বের ইতিহাসে পূর্ব থেকেই পরিচিত। আমরা যেন তার নাম নিয়ে বারাবারি ও অপকর্ম না করি তবেই তার আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধুর নামে যারা চাঁদাবাজি করে তাদের মুখে বঙ্গবন্ধুর নাম মানায় না।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে ষড়যন্ত্রের বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে। এক সময় জিয়া যদি খুনিদের পুরষ্কৃত না করতেন তাহলে তিনি আরেকটি খুনিচক্রের কাছে হত্যা হতেন না।

তিনি বলেন, বিএনপির কাছে যে মডেল রয়েছে তা যদি জাতীয় সংসদে উপস্থাপন করে তাহলে আমরা আলোচনা করে সংঘাতের রাজনীতি থেকে সড়ে আসতে পারবো। রাজনীতির সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে অপপ্রচার, এ থেকে বের হয়ে আসতে হবে।

যানজট নিরসন সম্পর্কে তিনি বলেন, আড়াই কোটি মানুষের এ নগরীতে দিনে আড়াইশ গাড়ি চলছে। প্রতিদিন ২৫ হাজার লোক নগরীতে ঢুকছে। বিশ্বের ১৪০টি দেশের মধ্যে অপরিকল্পিত নগরীর মধ্যে প্রথম হচ্ছে জিম্বাবুয়ের হারারে আর দ্বিতীয় স্থানে ঢাকা।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে আমরা ২৯০টি গাড়ি পাবো। এর মধ্যে ১০০টি গাড়ি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হবে। ইতিমধ্যে ২৫টি গাড়ি আমরা পেয়েছি। যানজট নিরসনে তিন মাসে ৩২টি জেলা সফর করেছি।

আনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. দিলারা হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-১০ আসনের সংসদ এ কে এম রহমতউল্লাহ ও গাজীপুর জেলা প্রসাশক আখতারউজ্জামান।

পরে ১৭ মার্চ নিয়ে কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ রাজনীতি