ভুটানি রাষ্ট্রদূতের চিলমারী নদীবন্দর পরিদর্শন

ভুটানি রাষ্ট্রদূতের চিলমারী নদীবন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেজাং বলেছেন, ব্রহ্মপুত্র নদের নৌ-রুট ব্যবহার করে বাংলাদেশ-ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ সম্ভব।

ফের চালুর উদ্দেশ্যে সোমবার কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ঐতিহাসিক চিলমারী নদীবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

রাষ্ট্রদূত সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহ ঘুরে দেখেন। পরে চিলমারী-রমনা রেলওয়ে স্টেশন এবং ভাসমান জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

ভূটানের রাষ্ট্রদূত বলেন, ‘নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নৌবন্দরটি আবারও পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব।’

তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য চলছে। এ নৌবন্দরটি ফের চালু হলে সার্কভুক্ত দেশগুলোতে নদীপথে পণ্য পরিবহন সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে।’

তিনি আরও বলেন, ‘ভুটান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্য পরিবহনে নৌপথকেই বেশি গুরুত্ব দিচ্ছে তার সরকার। সে লক্ষ্যে ভুটান সরকার কাজ করে যাচ্ছে।’

ভুটানের রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী স্যাংগে ও ভুটানের কমার্সিয়াল অ্যাটাশে বাপ তেজাং দর্জি, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মানজারুল মান্নান ও চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম ।

বাংলাদেশ