৭ কোটির কর ফাঁকি দিয়ে ৪ কোটির ফারারিতে নেইমার

৭ কোটির কর ফাঁকি দিয়ে ৪ কোটির ফারারিতে নেইমার

গত শুক্রবারই নেইমারের সম্পতি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের আদালত ৷ ২০১১ থেকে ২০১৩ asdhasdasপর্যন্ত প্রায় ৬ কোটি ৩৩ লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ায় নেইমারের সম্পতি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনার সপ্তাহখানেকও হয়নি ৷ কর বিতর্কের মধ্যেই নেইমার কিনে ফেললেন ১টি সুপার কার ৷
ফারারি ফোর ফাইভ এইট স্পাইডার মডেলের গাড়ির মালিক হয়েছেন ‘এনজেআর ইলেভেন’৷ গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি ৷ ঘণ্টায় ১৯৯ মাইল বেগে ছুটতে পারে এই স্পোর্টস কার৷ ৩.৪০ সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৬২ মাইলের গতিবেগে পৌঁছে যেতে পারে ফারারি স্পাইডার৷
নেইমার গত মরশুমেই কেরিয়ারে সোনালী সময় কাটিয়েছেন ৷ মেসি-সুয়ারেজদের সঙ্গে বার্সেলোনায় ট্রফির ত্রিমুকুট পড়েছেন ৷ এ ধরণের একটা সুপার কার কেনাই স্বপ্ন ছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের৷ নিজের ইনস্টাগ্রামে তার নতুন গাড়ির মাথায় উঠে একটি ছবি পোস্ট করে লিখেছেন যে,‘ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ ৷ একটা শিশুর স্বপ্নপূরণ করলেন তিনি ৷’
গত বুধবারই চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে বায়ার্ন লেভারকুসেনকে ২-১ হারিয়েছে বার্সেলোন৷ ঘরের মাঠে সমর্থকদের আচরণ নিয়ে সমালোচনাও করেন নেইমার৷ যার ফলে এই মুহূর্তে বার্সার সমর্থকদের চোখে কিছুটা হলেও নেমে গিয়েছেন তিনি ৷

Featured খেলাধূলা