প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফ ডি আই) হিসেবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে দিল ভারত। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের প্রথমার্ধে ৩১০০ কোটি ডলার এফ ডি আই এসেছে শুধুমাত্র ভারতে। যেখানে চীনে গিয়েছে মাত্র ২৮০০ কোটি ডলার। ২৭০০ কোটি ডলার পেয়ে তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।
ফিনান্সিয়াল টাইমস এজন্য কৃতিত্ব দিচ্ছে শুধুমাত্র মোদী সরকারকে। দুই শক্তিধর দেশকে পিছনে ফেলে ভারতের এক নম্বর হয়ে ওঠার পিছনে বেশ কয়েকটি কারণের কথা জানানো হয়েছে। ক্ষমতায় আসার পর বিদেশি বিনিয়োগ টানতে বেশ কয়েকটি পদক্ষেপ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আকর্ষণীয় পরিবেশ পেয়ে বিনিয়োগে উৎসাহী হন বিদেশিরা। যার নিট ফল গত বারের পঞ্চম স্থান থেকে প্রথম স্থানে উঠে আসা। ভারতের আর্থিক সুস্বাস্থ্যের ইঙ্গিত দিয়েছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামও। তাদের বিচারে অর্থনৈতিক প্রতিযোগিতার দিক দিয়ে ভারতের স্থান ১৬ ধাপ উঠে ৫৫ হয়েছে। ফোরামের মতে, পরিকাঠামো ক্ষেত্রে উন্নতি হয়েছে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন। বাড়ছে প্রতিযোগিতা।