জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে আজ “জাতীয় উৎপাদনশীলতা দিবস” উদ্যাপন করা হবে। এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা”। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে উৎপাদন উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের সকল খাত বিশেষ করে শিল্পখাতে উৎপাদনশীলতা সর্বোচ্চপর্যায়ে বাড়ানোর বিকল্প নেই। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা’। এ প্রেক্ষাপটে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ এর গুরুত্ব অত্যধিক।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, যেকোন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের চাবিকাঠি। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যেই নি¤œমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অবস্থানকে আরও সামনে এগিয়ে নেয়ার জন্য সকলকে উৎপাদনশীলতা বাড়ানোর দিকে আরও বেশি নজর দিতে হবে। কারণ বর্ধিত উৎপাদনশীলতা মানে অধিক দ্রব্য, অধিক মুনাফা, অনেক বেশি কাজের সুযোগ এবং কম খরচে গুণগত মানসম্পন্ন দ্রব্য পাওয়া।
দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাসের নেতৃত্বে এতে শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেবেন।
এছাড়া সকাল সাড়ে ৯ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে “রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনার আয়োজন করছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে। দিবস উপলক্ষে ইতোমধ্যে এনপিও প্রচার সামগ্রী, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে।