বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন আর নেই

বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন আর নেই

বিশিষ্ট বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন আর নেই। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে aisudhasjdরাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া….. রাজিউন)। তার মৃত্যুতে মিডিয়াপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি শাহবাজ হোসেন মুন ও অপরাজিতা হোসেন মীম নামে দুই সন্তানের জনক।
কীর্তিমান সাংবাদিক আওলাদ হোসেনের জন্ম ১৯৬৬ সালের ১৯ আগস্ট। ১৯৮৭ সালে ‘দৈনিক খবর’ এর ম্যাগাজিন ‘সাপ্তাহিক ছায়াছন্দ’ তে সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সাল থেকে মুত্যুর আগ পর্যন্ত তিনি ‘দৈনিক মানবজমিন’ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্তব্যরত ছিলেন। একই সাথে তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক দিনকাল, দৈনিক যুগান্তর, সাপ্তাহিক চিত্রবাংলা, সাপ্তাহিক মনোরমা, সাপ্তাহিক বর্তমান দিনকাল, সাপ্তাহিক চিত্রালী, পাক্ষিক প্রিয়জন, পাক্ষিক বিনোদন বিচিত্রা, চ্যানেল আই এর পাক্ষিক আনন্দ আলো, পাক্ষিক আনন্দ ভুবন পত্রিকায় নিয়মিত আমন্ত্রিত লেখক হিসেবে চলচ্চিত্র ও সংস্কৃতি বিষয়ক কলাম ও প্রতিবেদন লিখেন। সাংবাদিক হিসেবে তিনি দেশের চলচ্চিত্র বিষয়ক প্রতিবেদকদের অধিকার আদায় ও চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করেন।

Featured বিনোদন