ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দূতাবাস ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। বিকেলে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী জনাব আকরামুল কাদের সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বাংলাদেশের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতির জনকের স¦প্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন স¤র্পকে নতুন প্রজন্মকে যথাযথভাবে অবহিত করার উপর জোর দেন।

এরআগে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত আকরামুল হকের স্ত্রী মিসেস রিফাত সুলতানা আকরাম চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে শিশু শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ব্যবহারের জন্য রাষ্ট্রদূত আকরামুল কাদের দূতাবাসে একটি পাঠাগার উদ্বোধন করেন।

বাংলাদেশ