দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ৩৬৫ কোটি টাকা ঋণ নিচ্ছে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’(বেজা)।
গতকাল বুধবার বিকেলে বেজার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড(বিআইএফএফ) এর সাথে বেজা কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করে। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রপ্তানি বাড়াতে বিদেশি বিনিয়োগ জরুরি। তাই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়নে আরও বেশি বিনিয়োগ জরুরি।’