ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী সিএনজিচালিত বাস ও মিনিবাসের বর্ধিত নতুন ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। ঢাকা থেকে পার্শ্ববর্তী পাঁচ জেলায় চলাচলকারী বাসেও এদিন বর্ধিত ভাড়া কার্যকর হবে।
গত ১ আগস্ট গ্যাসের (সিএনজি) দাম বাড়ায় সরকার। এ পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিকদের দাবির মুখে গত ১০ সেপ্টেম্বর বাসভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় সড়ক পরিবহল ও সেতু মন্ত্রণালয়।
সরকারি সিদ্ধান্তে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১০ পয়সা বাড়ানো হয়। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা ও মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও মিনিবাসে সর্বনিম্ন ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আগামী ১ নভেম্বর থেকে বাড়বে সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুধু সিএনজিচালিত বাসের ভাড়াই বাড়বে। ডিজেলচালিত বাসের ভাড়া বাড়বে না।