বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া দল, বৃহস্পতিবার সকাল থেকেই তা চাউর হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেয়ার পরও ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করেছে। অথচ অতীতের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সফর স্থগিতের সিদ্ধান্তে যারপরনাই হতাশ বিসিবি।
আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে আইসিসির সভা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসির সভায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিষয়টি আলোচনা করবেন। আর আইসিসির সভায় ইস্যু হিসেবে তুলবেন, নিরাপত্তা ইস্যুতে সফর স্থগিতের বিষয়। সব দেশের উপরই হুমকি থাকবে, আছে। কিন্তু ক্রিকেট বন্ধ থাকে না। বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ নয় যে, ক্রিকেট আয়োজন করা যাবে না।
বিসিবি সভাপতি বলেন, “এখানে শুধু বাংলাদেশ ধরলে হবে না, ৬ নম্বরে আছে ভারত, আমরাতো ২৩, টেরর ইনডেক্সে যেটা পাবলিশ করেছে। তাই বলে কি ভারতে খেলা হবে না। অস্ট্রেলিয়া অ্যালার্ট যেটা দিয়েছে সেটা তো শুধু বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা ভারতের জন্য। তাহলে কি এখানে ক্রিকেট হবে না। পাকিস্তানে তো হচ্ছেই না। এটা একটা মেজর ইস্যু। এটা নিয়ে আমি আইসিসির সভাতে কথা বলব। এটা আমার একটা মেজর প্রশ্ন থাকবে।”