এইটিসি আনছে অ্যান্ড্রয়েড ৬.০ চালিত ডিভাইস

এইটিসি আনছে অ্যান্ড্রয়েড ৬.০ চালিত ডিভাইস

হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচটিসি আগামী ২০ অক্টোবর এক পণ্য উন্মোচন অনুষ্ঠানের asdtasdaঘোষণা দিয়েছে। এই অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত নিজেদের ১ম স্মার্টফোন উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে এইচটিসি। এতে বলা হয়েছে, ‘এইটিসির মার্শম্যালোর সাথে দেখা করুন’। এই ইঙ্গিতের সূত্র ধরে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, প্রতিষ্ঠানটির আসন্ন ডিভাইসটি বা ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো থাকবে।
এইচটিসি একই ঘোষণা দিয়েছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারেও। প্রতিষ্ঠানটির টুইটে বলা হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ৬.০ যাত্রা শুরু হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এইচটিসি ওয়ান এম৯ এবং ওয়ান এম৮ –এ অ্যান্ড্রয়েড মার্শম্যালো থাকবে।
সম্প্রতি এইটিসি ওয়ান এ৯ এর একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। ধারণা করা হচ্ছে এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এছাড়া ৪জিবি র্যািম, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬১৭ ও ডেকা-কোর হ্যালিও এক্স২০ প্রসেসর থাকতে পারে।
তবে এখন পর্যন্ত এইচটিসি ওয়ান এম৮ সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায়নি।

Featured বিজ্ঞান প্রযুক্তি