ঢাকা ও আশপাশের ৫ জেলা এবং চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের নতুন ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে। নতুন ভাড়া অনুযায়ী বাসে প্রতি কিলেমিটারে ১ টাকা ৭০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকা থাকছে। গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে ব্যয় বিশ্লেষণের নামে অসত্য তথ্যের ওপর এ ভাড়া নির্ধারণ করে দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগে বাসে ১ টাকা ৬০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। সিএনজি অটোরিকশার নতুন ভাড়া আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। ইতিমধ্যে নতুন ভাড়ার গেজেট ও ভাড়ার চার্ট প্রকাশ করা হয়েছে।
এদিকে অসত্য তথ্যে নির্ধারণ করা নতুন ভাড়া প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিলোমিটারপ্রতি ১০ পয়সা বেড়ে যাওয়ায় যাত্রীপ্রতি ভাড়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। যাত্রীপ্রতি ১ থেকে ৫ টাকা ভাড়া বাড়তে পারে। ভাড়ার নতুন হার নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তারা আরও জানান, সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট ও আইনশৃংখলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে। কোনো বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে তারা।
বিআরটিএর তথ্য অনুযায়ী, পল্লবী (মিরপুর-১২) থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত ১৬ দশমিক ৯ কিলোমিটার দূরত্বে বাসের নতুন ভাড়া ১ টাকা ৬৯ পয়সা বেড়ে হবে ২৮ টাকা ৭৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া হবে ২৭ টাকা। বর্তমানে এ রুটে চলাচলকারী সবগুলোই মিনিবাস। এসব বাসে ২৩-২৫ টাকা ভাড়া আদায় করা হয়। একইভাবে আবদুল্লাহপুর (উত্তরা) থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান পর্যন্ত ২১ দশমিক ১ কিলোমিটার পথে বাসে ৩৫ টাকা ৮৭ পয়সা ও মিনিবাসে ৩৩ টাকা ৭৬ পয়সা ভাড়া হবে। ফার্মগেট থেকে গুলিস্তানের দূরত্ব ৫ দশমিক ৭ কিলোমিটার। এ পথে বাসের ভাড়া ৯ টাকা ৬৯ পয়সা ও মিনিবাসে ৯ টাকা ১২ পয়সা ভাড়া হবে।
তবে যাত্রীদের আশংকা, নতুন ভাড়া আদায়ের নামে গণপরিবহনে বিশৃংখলার সৃষ্টি হবে। অতীতে কিলোমিটারে ভাড়া ৫ পয়সা বৃদ্ধি করলে আদায় করা হয় অতিরিক্ত ৫ টাকা। প্রতিবারই ভাড়া বাড়ানোর সময় যাত্রী হয়রানি এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। ভাড়া নিয়ে পরিবহনকর্মীদের মাধ্যমে যাত্রীদের নাজেহাল হওয়ার নজির রয়েছে।