হবিগঞ্জে নগর খাদ্য উৎপাদন দিবস পালিত

হবিগঞ্জে নগর খাদ্য উৎপাদন দিবস পালিত

হবিগঞ্জে ‘নগর খাদ্য উৎপাদন পুষ্টি, পরিবেশ, আর্থিক উন্নয়ন’-এ স্লোগানকে সামনে রেখে নগর খাদ্য উৎপাদন দিবস-২০১২ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার পৌরসভায় এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে হবিগঞ্জ পৌরসভা মেয়র জিকে গউছ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ অনেকে অংশ নেন।

এছাড়া র‌্যালিতে পৌরসভার সব কাউন্সিলর ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ