রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ছে ঢাকা ও আশপাশের জেলা এবং চট্টগ্রামের বাস-মিনিবাসের ভাড়া। গত ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজির দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। এই কারনে ১০ সেপ্টেম্বর কিলোমিটার প্রতি ১০ পয়সা ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। প্রসঙ্গত ২০১১ সালে ২ দফা বাড়ানো হয় সিএনজির দাম। সে সময় ২ দফা ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়া বাড়ানো হয়েছিল।
নতুন হিসাব অনুযায়ী, বাস ভাড়া বাড়িয়ে প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া করা হয়েছে ১ টাকা ৬০ পয়সা। বর্তমানে বাসে ১ টাকা ৬০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা হারে ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও মিনিবাসে ৫ টাকা বহাল রাখা হয়েছে। আর ঢাকা ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বাস-মিনিবাসে কিলোমিটার প্রতি ভাড়া হবে ১ টাকা ৬০ পয়সা। তবে দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয়নি।