সক্ষমতা সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সক্ষমতা সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সক্ষমতা সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে তৈরি এ তালিকায় বর্তমানে asdasdjkasdবাংলাদেশের অবস্থান ১০৭। ২০১৪ সালে এ তালিকায় ১০৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি তালিকাটি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। একটি দেশের অর্থনৈতিক দক্ষতা ও শিক্ষা-সংস্কৃতিতে তার চলমান পরিস্থিতি বিবেচনায়ই তালিকাটি প্রস্তুত করা থাকে। সক্ষমতা সূচকে প্রতিবেশী দেশ ভারত রয়েছে ৫৫তম অবস্থানে। পাকিস্তান রয়েছে ১২৬তম অবস্থানে। তবে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।
সিপিডির অতিরিক্তি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে এই কথা সত্য। বাংলাদেশ ১০৯তম অবস্থান থেকে ১০৭তম অবস্থানে এসেছে। কিন্তু ব্যাংকিং খাতের কিছু ক্ষেত্রে দক্ষতা কমেছে। এর কারণ উচ্চ সুদ ও ঋণ প্রাপ্তির কঠোরতা।
বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের জরিপ করে আমরা পর্যলোচনা করেছি। ৬২ শতাংশ ব্যবসায়ী বলছে দেশে বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক নয়। বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চীন ও ভিয়েতনামসহ উন্নত অর্থনীতির দেশগুলো যদি তাদের কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন না করতে পারে তবে বাংলাদেশে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।
ড. মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক সক্ষমতা সূচক অনুযায়ী অবকাঠামো, সামাজিক ও সুশাসনসহ কিছু জায়গায় উন্নতি হয়েছে। তবে শিক্ষাসহ আরও কিছু মৌলিক জায়গায় অবনমন হয়েছে। ব্যবসায়ীরা মৌল ভিত্তির পাশাপাশি উৎকর্ষগত উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, মূলত অবকাঠামো, দূর্নীতি এবং প্রশাসনিক দুর্বলতার জন্য ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ছাড়াও সিপিডির নির্বাহী পরিচালক প্রফেসর মোস্তাফিজ রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Featured অর্থ বাণিজ্য