বাংলাদেশের সামনে ১২৫ রানের টার্গেট

বাংলাদেশের সামনে ১২৫ রানের টার্গেট

পাকিস্তানের বিপক্ষে ১ম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের টার্গেট ১২৫ রান। as8ydusaklda
টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতে সাফল্য পেলেও পাকিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। বিসমাহ মারুফের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় স্বাগতিকরা। বিসবাহ অপরাজিত থাকেন ৬৫ রানে।
১ম ওভারের শেষ বলে মারিনা ইকবালকে (১) রানআউট করেন নিগার সুলতানা। ২য় উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৫তম ওভার পর্যন্ত। জাভেরিয়া খানকে (৪৪) স্ট্যাম্পিংয়ে বিদায় করেন নাহিদা আক্তার।
বাংলাদেশের নাহিদা আক্তার নিয়েছেন ২টি উইকেট। ১টি করে নেন ফাহিমা খাতুন এবং জাহানারা আলম।
আজকের পর কাল দ্বিতীয় টি-২০ ম্যাচ। ওয়ানডে দুটি যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর এই ১ম কোনো দেশের মহিলা ক্রিকেট দল পাকিস্তান গেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে।
বাংলাদেশ একাদশ: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, আয়েশা রহমান, রুমানা আহমেদ, লতা মণ্ডল, ফারজানা হক, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, নিগার সুলতানা, নাহিদা আক্তার।
সফরে ২ টি টি-টোয়েন্টি এবং ২ টি ওয়ানডে খেলবে ২ দল।

Featured খেলাধূলা