আবারও জ্বলে উঠলো রবার্ট লেওয়ানডোস্কি! পোলিশ স্ট্রাইকারের দুর্দান্ত— হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবকে ৫-০ চূর্ণ করল বায়ার্ন মিউনিখ৷
বায়ার্নের কাছে হেরে টানা ৪৫ ম্যাচে অপরাজিত থাকার দৌড় শেষ হল জাগরেবের৷ গতকাল মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ এরিনায় বায়ার্নের হয়ে অপর গোল ২ টি করেন কোস্তা ও গোটজে৷ ২ সপ্তাহ আগে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল ক্রোয়েশিয়ার ক্লাবটি৷ কিন্তু এদিন পেপ গুয়ার্দিওয়ালার ছেলেদের সামনে দাঁড়াতেই পারেনি জাগরেব৷ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে কোচ চিন্তায় থাকলেও জয় পেতে বেশি কসরত করতে হয়নি গুয়ার্দিওয়ালাকে৷
১ সপ্তাহের ব্যবধানে টানা ৩ ম্যাচে জ্বলে ওঠেন লেওয়ানডোস্কি৷
ম্যাচ শুরুর অল্পক্ষণের মধ্যেই অবশ্য স্বাগতিকদের সব দুশ্চিন্তা শেষ হয়ে যায়। কস্তা আর গোটসের নৈপুণ্য এবং টানা ৩য় ম্যাচে লেভানদোভস্কির জ্বলে ওঠায় প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে বায়ার্ন। ম্যাচের ১৩ মিনিটে দলকে এগিয়ে দেন কোস্তা৷স্প্যানিশ মিড-ফিল্ডার আলকান্তারার পাস থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন ব্রাজিলীয় মিডিও৷ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন৷ ৭ মিনিটের (২১ ও ২৮ মিনিট) ব্যবধানে জোড়া গোল করেন লেওয়ানডোস্কি৷ তার ২য় গোলের আগে প্রতিপক্ষের জালে বল জড়ান গোটজে৷ ২৫ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান তারা৷ প্রথমার্ধে ৪-০ এগিয়ে থাকে জার্মান দলটি৷ দ্বিতীয়ার্ধের তার হ্যাটট্রিক পূর্ণ করেন লেওয়ানডোস্কি৷ এই জয়ের ফলে দু’ ম্যাচে ছ’ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে বায়ার্ন মিউনিখ৷