জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ঈদে বরাবরই ঢাকায় থাকেন। এবারও ছিলেন। তবে এবার অনেকটা ভিন্নভাবেই ঈদ উদযাপন করেছেন তিনি। অন্যান্য ঈদে ঘুরে বেড়ানোতেই ব্যস্ত দেখা গেছে মমকে। এবার চিত্রটা ছিল অন্যরকম। বাসায় বসেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। ঈদের দিন থেকে পূর্ণ বিশ্রামে মম। নাটকের শুটিং না থাকায় পরিবারের সদস্যদেরই সময় দিয়েছেন তিনি। তবে এর মধ্যে একটি কাজ করতে মোটেও ভুলে যাননি। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত সব নাটকই দেখছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেসব নাটকের আপডেটও দিয়ে যাচ্ছেন। কখন কোন নাটক কোন চ্যানেলে প্রচার হচ্ছে সেসব তথ্য শেয়ার করছেন নিজের টাইমলাইনে। আর পাশাপাশি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন দারুণ সময়। এ প্রসঙ্গে মম বলেন, বাইরে গিয়ে ঘুরে বেড়ালেই ঈদের সব আনন্দ উপভোগ করা হয়ে যায় না। আমি বাসাতেই বেশি সময় কাটাচ্ছি। কখনও রান্না করে, কখনও ঘর গুছিয়ে, পরিবারে সবার সঙ্গে আড্ডা দিয়ে আবার কখনওবা টেলিভিশনে নাটক দেখে সময় কাটছে আমার। এটাও এক ধরনের আনন্দ। আর বিশেষত আমার ভক্ত-দর্শকরা তো রয়েছেনই। ফেসবুকের মাধ্যমে নাটকের বিভিন্ন আপডেট শেয়ার করছি তাদের সঙ্গে। নানান মজার মজার কমেন্ট পাচ্ছি। এই তো বেশ ভাল ঈদ উদযাপন করছি। এই ঈদে একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে মমর। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আরটিভির ‘এই সপ্তাহের প্রেমের গল্প’, এনটিভির সাত পর্বের ধারাবাহিক ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’, চ্যানেল নাইনের ‘উৎসর্গ’, মাছরাঙা টিভির ‘প্রজাপতির ভালবাসা’, জিটিভির ‘নীলাঞ্জনা’, বাংলাভিশনের ‘অনিন্দিতা’, জিটিভির ‘অসম’ ও এসএটিভির ‘জলছবি’। বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া এ নাটকগুলো থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান মম। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যিই খুব রোমাঞ্চিত। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক দেখেছেন। সে সঙ্গে তারা অনেক প্রশংসা করেছেন। সত্যিই এবারের ঈদটা আমার জন্য অন্যরকমই বলতে পারি। আসলে আমরা শিল্পীরা বেঁচে থাকি এ দর্শকের কারণে। তাদের ভালবাসা না পেলে হয়তো এ পর্যন্ত আসা হতো না। তাই তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা থেকে যাবে।