ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। রোববার কর্তৃপক্ষ এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

দমকল বাহিনী জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ফেলিক্সান্দিয়া শহরের বাইরের মহাসড়কে।

স্থানীয় দমকল বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে তারা ১৫টি মৃতদেহ পেয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। অনেকে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকা পড়েছে।

তবে বাসে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করে জানা যায়নি।

আন্তর্জাতিক