সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত নগরীতে সরকারি অভিযানে কমপক্ষে ২৩ জন নিহত

সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত নগরীতে সরকারি অভিযানে কমপক্ষে ২৩ জন নিহত

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : সিরিয়ার পূর্বাঞ্চলীয় জিহাদি নিয়ন্ত্রিত একটি নগরীর বাজারে aushdjasসোমবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে আট শিশু । পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, ‘মায়াদীনের একটি বাজারে সরকারি সামরিক বাহিনীর বিমান হামলায় ৮ শিশু ও ৫ নারীসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়।’
তিনি জানান, সিরিয়ার তেলসমৃদ্ধ দির ইজোর প্রদেশে অবস্থিত এবং ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের নিয়ন্ত্রণে থাকা মায়াদীনে সরকারি বাহিনীর ওই বিমান হামলায় আরো ৫০ জন আহত হয়।
এরআগে এ হামলায় ১৫ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
রোববার পর্যবেক্ষণ সংস্থা জানায়, ছেলে মেয়েদের খেলার জন্য নিয়ে আসা নারীÑপুরুষের মেলামেশার অজুহাতে আইএস মায়াদীনের বিভিন্ন খেলার মাঠ বন্ধ করে দেয়।
উল্লেখ্য, কট্টর উগ্রবাদী আইএস নিয়ন্ত্রিত সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকায় তারা ইসলামের কঠোর বিধান জারি করেছে।
পর্যবেক্ষণ সংস্থা আরো জানায়, দামেস্কর কাছে কফারবাতনা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়।

Featured আন্তর্জাতিক