ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সম্প্রতি প্রধান অতিথি হিসেবে নোয়াখালীর মাইজদী কোর্ট শাখায় ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান আ.ন.ম. নাজমুল বারী ইমামী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আলম সেলিমসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বর্তমানে ইসলামী ব্যাংকের নিজস্ব ও শেয়ার মিলিয়ে প্রায় ১২ শত এটিএম বুথ রয়েছে।