জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে সোমবার সকালে এ বিতর্ক শুরু হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সভাপতি ডেনিশ পার্লামেন্টের সাবেক স্পিকার মোজেন্স লিকেটফট অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উদ্বোধনী অধিবেশনে সংস্থার কর্মকা- সম্পর্কিত একটি রিপোর্ট উপস্থাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ৯ কর্মদিবস জুড়ে নিরবচ্ছিন্নভাবে এ সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। পরে শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ভোজসভা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ অন্যান্যের মধ্যে উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বুধবার ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, প্রতিবছর জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদ হলে প্রথম আসন গ্রহণ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটিকে বেছে নেন। চলতি বছর ৭০তম অধিবেশনের পুরো সময় টুভালু’র প্রতিনিধি সভাপতির ডান পাশে প্রথম ডেস্কে আসন নেবেন। অন্যদেশগুলো ইংরেজি বর্ণ অনুযায়ী ধারাবাহিকতা অনুসরণ করবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বান কি-মুন আয়োজিত স্বাগত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর সঙ্গে ছিলেন।