মৃত হজ যাত্রীদের জন্য তৈরি হচ্ছে কবর

মৃত হজ যাত্রীদের জন্য তৈরি হচ্ছে কবর

মক্কা সচিবালয় ৬টি কবরস্থানে প্রায় ৭৪,০০০ কবর প্রস্তুত করছে। মিনায় পদপিষ্ট হয়ে মৃতদের asdaiidlasজন্যই এই কবর প্রস্তুত করা হচ্ছে বলে খবর। সৌদি প্রশাসন তরফে ওসামা জায়তুন জানিয়েছেন, ‘৬ টি কবরস্থানের মধ্যে মা’লা কবরস্থানে ৩০,০০০ কবর, আল-আদলি কবরস্থানে ২,০০০ কবর, আশ-শারিয়া কবরস্থানে ২২,০০০ কবর এবং আল-হারাম কবরস্থানে ২০,০০০ কবর তৈরি করা হচ্ছে।’
মৃত হজ যাত্রীদের দৈনিক কাজ সম্পাদনের জন্যও নানান ব্যবস্থা রয়েছে এই কবরস্থানে। এদিকে, হঠাৎ করে কেন এত কবর একসঙ্গে খোঁড়া হচ্ছে অথবা কতজন হজ যাত্রিকে এইসব কবরে কবর দেওয়া হবে সরকারিভাবে তা এখনও প্রকাশ করা হয়নি। প্রশ্ন থাকছে, হজ যাত্রায় মৃত্যু হয়েছে প্রায় ১০০০ জনের সেখানে তাদের কবরস্থ করার জন্য এত কবর খোঁড়ার প্রয়োজন কী?
প্রসঙ্গত, কিছুদিন আগেই হজ যাত্রায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার মানুষের। মক্কার মিনা শহরে ওই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

Featured আন্তর্জাতিক