সিরিয়ায় যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় যুদ্ধের অবসানের জন্য যে আপোস-সমঝোতা প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন মার্কিন as8asudপ্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার সময় ওবামা বলেন, সিরিয়ার এই সংঘাতের নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরানসহ যে কোনো দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।
এই অধিবেশনে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনও ভাষণ দিচ্ছেন এবং তিনিও বলেছেন রাশিয়া অন্যদের সাথে কাজ করতে ইচ্ছুক।
রুশ প্রেসিডেন্ট পুতিনের যুক্তি হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদই ইসলামিক স্টেট জঙ্গি দের সাথে লড়াইয়ের উপযুক্ত ব্যক্তি এবং সে জন্যই তার হাত শক্তিশালী করতে হবে।
তিনি তার ভাষণে বলেন, বাশার আসাদকে সমর্থন না করাটা এক বিরাট ভুল এবং ইসলামিক স্টেটের বিরোধী সবাইকে সমন্বিত করার একটি প্রস্তাবের কথাও বলেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার ভাষণে বাশার আল-আসাদের প্রতি রাশিয়া যে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে তার সমালোচনা করে বলেন, আসাদ তার ভাষায় একজন স্বৈরাচারী, যিনি তার নিজের দেশের মানুষের ওপর পাশবিক নিপীড়ন চালিয়েছেন, রাসায়নিক অস্ত্র এবং নির্বিচার বোমাবর্ষণ করেছেন। কিন্তু তার শাসন থেকে নিয়ন্ত্রিত উত্তরণের জন্য একটা বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন আছে, বলেন ওবামা।
প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার প্রতি ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করা এবং কূটনৈতিক সমাধানের পথ নেবারও আহ্বান জানান।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ অধিবেশন উদ্বোধনের সময় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান যেন তারা সিরিয়ার যুদ্ধ বন্ধের জন্য সহায়তা করে।
মুন বলেন, আঞ্চলিক রেষারেষি সিরিয়ার সংঘাতকে উস্কে দিচ্ছে। তিনি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সউদি আরব, ইরান এবং তুরস্কের প্রতি সমঝোতার আহ্বান জানান।

Featured আন্তর্জাতিক