বরখাস্ত হলেন উইন্ডিজ কোচ সিমন্স! শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল নিয়ে অখুশির কথা জানিয়ে বরখাস্ত হলেন তিনি।
তবে ডব্লিউআইসিবি’র সভাপতি ডেভ ক্যামেরুনের কাছ থেকে বরখাস্তের ব্যাপারে এখনো অফিসিয়াল কোনো বার্তা পাননি সিমন্স। বর্তমানে লিগ্যাল নোটিশ পাওয়ার অপেক্ষায় রয়েছেন ৫২ বছর বয়সী এই কোচ।
শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৪ অক্টোবর নতুন অধিনায়ক জেসন হোল্ডারের নেতৃত্বে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কোচকে বরখাস্তের ফলে নতুন বিড়ম্বনায় পড়তে পারে ক্যারিবিয়ানরা। এডিন ব্যপটিস্ট (ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেস বোলার) অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে বোর্ডের নির্বাচক।
কয়েকদিন আগে ওয়ানডে দল নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে সিমন্স বলেছিলেন, ‘আমার মনে হয় এটা খুব হতাশার যে, ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের ম্যাচের জন্য আমি সেরা স্কোয়াডটি পাইনি।’
এই বছরের মার্চে বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পেয়েছিলেন সিমন্স।