এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার ঈদ স্পেশাল’ প্রচারিত হবে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টায় (নিউইয়র্ক সময় দুপুর ১টায়)। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় এ্যাংকর দেবাশীষ বিশ্বাস। উপস্থাপনা সহযোগী হিসেবে রয়েছেন কানিজ ফাতেমা জ্যোতি।
ঘন্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি আনন্দের এই বিশেষ পর্বে অংশগ্রহন করেছেন দেশের প্রথিতযশা শিল্পী-কুশলীবৃন্দ। জমজমাট আড্ডায় মেতেছেন কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান এবং ঢাকাইলা উর্দূ এবং প্রকৃত উর্দূর পার্থক্য নিয়ে মজার পরিবশেনা উপস্থাপন করেছেন। জনপ্রিয় গানের সাথে নাচ পরিবেশন করেছেন হালের ব্যস্ত চিত্রনায়ক ফাহিম। সফল চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান এসেছেন তার নতুন ছবি ‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও’-এর নবাগতা জুটি তুর্কি ইমরান এবং মারিয়া চৌধুরীকে নিয়ে। চুটকি বলার আসর মাতিয়েছেন কৌতুক অঙ্গনের তিন দিকপাল হিটলু, কাজল এবং হারুন কিসিঞ্জার। ঈদ নিয়ে মজার কৌতুক নকশা পরিবেশন করেছেন অভিনেতা আফজাল শরীফ, পরেশ আচার্যি, আশরাফ কবির, কৌতুকশিল্পী লিটন খন্দকার, ম ফারুখ, সাহেলা, মনা সিদ্দিক হৃদয়, এনামুল হক, আরশাদ মন্ডল, শামস তাবরেজ, তুহিন, রাশেদ, নুর আলম প্রমূখ। ধামাকা আইটেম সঙ পরিবেশন করেছেন সঙ্গীতশিল্পী সামিয়া। এছাড়াও রয়েছে নানা মজার আয়োজন।
টিএন বাংলার কারিগরী সহযোগীতায় স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং ‘সাঈদ তারেক প্রডাকসন্সে’র ব্যানারে নির্মিত ‘ক্যানকা কমেডি আওয়ারে’র প্যানেল প্রযোজক রাসেল মাহমুদ। উল্লেখ্য, ‘ক্যানকা কমেডি আওয়ার’ এটিএন বাংলার একটি পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান। এটি প্রচারিত হয় মাসের প্রথম এবং তৃতীয় বৃহষ্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায়। ঈদ স্পেশাল পর্বটি হবে অনুষ্ঠানের ৭২তম পর্ব।